বংশালে লংকাবাংলা ফাইন্যান্সের নতুন শাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৮ ১৯:৩০:৫৪
পুরান ঢাকার বংশালে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর নতুন শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বংশালের সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড এ মাহমুদ টাওয়ার (লেভেল ৮), ১৯ এ শাখা উদ্বোধন করা হয়।
সোমবার (১৮ই অক্টোবর) এ শাখা উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার বলেন, সারাদেশে লংকাবাংলা ফাইন্যান্স এর বিস্তৃত শাখা সমূহের সাথে বংশাল শাখা ২৭ তম শাখা হিসেবে যাত্রা শুরু করলো। অপ্রতিদ্বন্দী সেবা ও পণ্য নিয়ে স্থানীয় জনগণের চাহিদা পূরণে এই শাখার কার্যক্রমই হলো মূল লক্ষ্য।
এএ