বাংলাদেশ-ভারত নৌ সচিব পর্যাযের বৈঠক কাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ২০:০২:২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (২০ অক্টোবর) এই বৈঠক হবে। একইসঙ্গে দ্বিতীয় ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠকও হবে বলে জানা গেছে।
তিন দিন ধরে চলা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার (১৯ অক্টোবর) ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছেড়েছেন নৌসচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। তিনি সচিব পর্যায়ের বৈঠক এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠকে নেতৃত্ব দিবেন। প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) আওতাধীন ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেতৃত্ব দিবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/এনজে