এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ২০:১৭:০৯
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ, বাঁচা-মরার লড়াই। ওমানের বিপক্ষে এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা সৌম্য সরকারের বদলে দলে এসেছেন নাইম শেখ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন এ পরিবর্তনের। টসের সময় নিশ্চিত হলো সেটাই। ওপেনার নাঈম শেখ ফিরেছেন একাদশে। সৌম্য সরকারের বদলে নামবেন ওপেনিংয়ে।
দলে এর বাইরে কোনো পরিবর্তন নেই। দেশের মাটিতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলা নাসুম আহমেদ আজও থাকছেন দলের বাইরেই।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওমান একাদশ: যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।
এএ