অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে গ্রেফতার ৬৯

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ২০:৩৫:৪৭


সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় চাঁদপুর ও বরিশালে অভিযান চালিয়ে ৬ কোটি ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে ১ হাজার ৪৯১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) নৌ-পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে বিশেষভাবে ইলিশের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে নৌ-পুলিশ গত ৪ অক্টোবর থেকে নিয়মিতভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আসছে।

সানবিডি/এনজে