বাড়ছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতনও
প্রকাশ: ২০১৫-১০-০৫ ১০:২৬:২৬
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা ও সম্মানী (রিমিউনারেশন) বাড়ছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদের প্রস্তাবে বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করার কথা বলা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির পর রাষ্ট্র পরিচালনাকারী শীর্ষ ব্যক্তিদের বেতন-ভাতা বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের (কর্মকর্তা-কর্মচারী) বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। ফলে যৌক্তিক কারণেই মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের মাননীয় স্পিকার এবং প্রধান বিচারপতি মহোদয়সহ রাষ্ট্র পরিচালনাকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের রিমিউনারেশন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষ হলেই এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
বেতন-ভাতা কী পরিমাণ বাড়ছে?-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সবদিক বিবেচনা করে আমরা (মন্ত্রিপরিষদ) একটি প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাচাই হবে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদের প্রস্তাবে রাষ্ট্রপতির সম্মানী ৬১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৪ হাজার টাকার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মানী ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১০ হাজার, জাতীয় সংসদের স্পিকারের সম্মানী ৫৭ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ তিন হাজার টাকা এবং প্রধান বিচারপতির সম্মানী ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা ও সম্মানী (রিমিউনারেশন) বৃদ্ধি করা হয়েছিল।