নিকেল সংকটে পাশ্চাত্যের গাড়ি নির্মাণ খাতে ধাক্কার শঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২১ ১২:২১:৫৮
বিভিন্ন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির অপরিহার্য উপাদান নিকেল।আগামী ২০২৪ সালের মধ্যে হাই -গ্রেড নিকেলের বৈশ্বিক চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাবে। এতে দেখা দেবে তীব্র সংকট। এমন তথ্য জানিয়েছে জ্বালানি গবেষণা ও বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জি।
বর্তমানে মহামারি করোনার প্রভাব কাটিয়ে দ্রুত প্রসার ঘটছে অবকাঠামো নির্মাণ ও শিল্প উৎপাদন খাতে। এসব খাতে ইস্পাতের ব্যবহার বাড়ছে। কাঁচামাল হিসেবে বাড়ছে নিকেলে চাহিদা। চাহিদার উল্লম্ফনে দুই বছরের কম সময়ের মধ্যেই দেখা দিতে পারে সংকট।
রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষকরা বলছেন, চলতি বছর বিশ্ববাজারে ২৫ লাখ টন নিকেলের চাহিদা রয়েছে। ২০২৪ সালের মধ্যে চাহিদা বেড়ে ৩৪ লাখ টনে পৌঁছতে পারে। বিপরীতে নিম্নমুখী থাকবে সরবরাহ। এ সময় উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ৩২ লাখ টনে। ফলে বৈশ্বিক সরবরাহ ও চাহিদার মধ্যে যে ব্যবধান তৈরি হবে তা দ্রুতই বাড়বে। ২০২৬ সালের মধ্যে ধাতুটির বাজারে ৫ লাখ ৬০ হাজার টনের ঘাটতি দেখা দিতে পারে।
অনেক গাড়ি নির্মাতার কাছেই ব্যাটারির অপরিহার্য উপাদান নিকেল। ধাতুটির সরবরাহ সংকট তাদের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণে হয়ে দাঁড়বে। এমন পরিস্থিতির কারণে ধাক্কা খেতে পারে পাশ্চাত্যের দেশগুলোর গাড়ি নির্মাণ খাত। এ ঘাটতি গাড়ি নির্মাতাদের বিকল্প উপাদানের পাশাপাশি নিকেলের ভূগর্ভস্থ মজুদ অনুসন্ধান বাড়াতে উৎসাহিত করছে।
সানবিডি/এনজে