ডিজিটাল ডিভাইস হবে সবচেয়ে বড় রপ্তানিপণ্য

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২১ ১৪:১৯:৫৯


দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য হবে ডিজিটাল ডিভাইস।পাট ও পাটজাত পণ্যও আমরা রপ্তানি করতে পারি। উন্নয়নশীল দেশ হলে আমাদের বাণিজ্য বাড়বে, রপ্তানি বাড়বে; দেশে বিনিয়োগ হবে, আমরাও বিদেশে বিনিয়োগ করতে পারব।’

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের ধারাবাহিকতায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে। অনেকের সন্দেহ থাকতে পারে উন্নয়নশীল দেশ হলে বোধ হয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হব। আসলে যেসব সুবিধা থেকে বঞ্চিত হব, তার চেয়ে বেশি সুবিধা আমরা পাব। আমাদের বাণিজ্য বাড়বে, রপ্তানি বাড়বে, রপ্তানি সুবিধা পাব।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ডিজিটাল ডিভাইস হবে সবচেয়ে বড় রপ্তানিপণ্য। পাট ও পাটজাত পণ্যও আমরা রপ্তানি করতে পারি। আমাদের দেশে বিনিয়োগ হবে, তেমনি আমরাও বিদেশে বিনিয়োগ করতে পারব। সে ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়কে আরো বিশেষ উদ্যোগী হতে হবে।’ তিনি বলেন, ‘দেশের সব পণ্য প্রদর্শনীসহ সব আয়োজন এখানে করে এই এক্সিবিশন সেন্টার সচল রাখবেন এবং এর যথোপযুক্ত ব্যবহার করবেন বলে আশা করি।’

সানবিডি/এনজে