রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২২ ১৯:২৬:২৮


রাজধানীর বনানী, তেজগাঁও ও কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মনসুর হেলাল। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনের অদুরে একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন। একই রাতে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।

এছাড়া এদিন (বৃহস্পতিবার) দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর হেলাল নামে এক ব্যক্তি নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কারওয়ান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে নিহত মনসুর হেলাল টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ