ঢাবিতে সহিংসতা বিরোধী কনসার্ট অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-১০-২৩ ১২:১৯:২৪


দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে একাত্ম হয়ে সাংস্কৃতিক প্রতিবাদের উদ্দেশ্যে সহিংসতা বিরোধী কনসার্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান-সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনসার্ট অনুষ্ঠিত হয়। ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ আয়োজন করা হয়।

কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সঙ্গীত, মূকাভিনয় এবং নৃত্য পরিবেশন করেন। সেখানে গান পরিবেশন করেন শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা ও বুনোফুল।

একক সঙ্গীত পরিবেশন করেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, তন্ময়, প্রিয়াঙ্কা পাণ্ডে, রাহিম, অর্ঘ্য, অর্চন, উদয়, অপু, উপায় ও অনিন্দ্য। নৃত্য পরিবেশন করেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন মূকাভিনয় পরিবেশন করে।

এ আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী তুহিন কান্তি দাস বলেন, দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে এটি আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ।

মিছিল, বক্তৃতা, সভা ও সেমিনারের চেয়ে সাংস্কৃতিক প্রতিবাদ অনেক শক্তিশালী। আমরা চাই এদেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হোক।

সানবিডি/ এন/আই