প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২৩ ১৮:০৪:২৫


প্রাইম ব্যাংক সম্প্রতি সিটি গ্রুপ-এর সঙ্গে ‘‘প্রাইম পেরোল” চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (২৩ অক্টোবর) প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ -এর উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজিউমার সেলস মামুর আহমেদ এবং সিটি গ্রুপের পরিচালক মোঃ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সিটি গ্রুপ-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রাইম ব্যাংকের কনজিউমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজিউমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান বলেন, ‘‘প্রাইম ব্যাংক দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষ স্থানীয় কর্পোরেটদের মধ্যে একটি বিশ^স্ত নাম এবং সিটি গ্রুপের সাথে এই চুক্তি, গ্রাহকদের কাছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংকের পরিচিতির প্রমাণ।”

এএ