হোটেল ইন্টারকন্টিনেন্টালে পূবালী ব্যাংকের ৪৮৪তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৬:০৪:১৬


আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- রুমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), আজিজুর রহমান ও রানা লায়লা হাফিজ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়- জাহিদ আহসান ও মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহারসহ ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শাখা উদ্বোধন করেছে।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সংগে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এএ