বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় চলছে: শ্রিংলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৬:২৫:৩৭


বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্কে বর্তমানে সোনালি অধ্যায় চলছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এখন অন্য যেকোনো কৌশলগত সম্পর্কের চেয়ে গভীর।  শনিবার ভারতের বেঙ্গালুরুতে ‘১৯৭১ সালের যুদ্ধের মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক দিক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ সীমান্তের উভয় পাশের জনগণের স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসছে।’’

এ সময় তিনি বলেন, এই অংশীদারির পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে উভয় দেশের কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অব্যাহত সম্মিলন ঘটাতে হবে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘বাংলাদেশের মুক্তির সময় যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সম্মানের চেতনা সৃষ্টি হয়েছে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে।

সানবিডি/এনজে