অ্যালুমিনিয়ামের দাম এক মাসের সর্বনিম্নে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২৫ ১৪:২৩:১৪
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) কমেছে অ্যালুমিনিয়ামের দাম। ধাতুটির দাম সর্বশেষ কার্যদিবসে এক মাসের সর্বনিম্নে নেমে যায়। মূলত কয়লার দাম কমায় ধাতব পণ্যের সরবরাহ সংকট শিথিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণেই ব্যবহারিক ধাতুটির দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের জন্য সর্বাধিক চুক্তি হওয়া অ্যালুমিনিয়ামের দাম ৭ দশমিক ৬ শতাংশ কমে যায়। প্রতি টনের দাম ওঠে সর্বোচ্চ ৩ হাজার ৩৬১ ডলার ২৭ সেন্ট পর্যন্ত, যা ৬ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ২ হাজার ৮৭৯ ডলারে নেমেছে।
চীনে তাপীয় কয়লার ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ১৩ শতাংশ কমেছে। বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার অংশ হিসেবে কয়লার দাম কমাতে যথাযথ উদ্যোগ নেয়ার ইঙ্গিত দিয়েছিল বেইজিং। এর পরই দাম কমার ঘটনা ঘটল।
সানবিডি/এনজে