বিশ্ববাজারে বেড়েই চলেছে তুলার দাম, ৪ সংগঠনের উদ্বেগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৫ ১৮:৩২:৪০


বিশ্ববাজারে দিন দিন বেড়েই চলেছে তুলার দাম। ৮৬ শতাংশ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক খাতের প্রধান কাঁচামাল তুলা। তবে এই অবস্থা চলতে থাকলে আগামীতে পুরো পোশাক ও বস্ত্র খাতে  বড় ধরনের সঙ্কটের আশঙ্কা করছেন এখান সংশ্লিষ্ট পাঁচ  সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিটিটিএলএমই ও বিসিএ। এ প্রেক্ষাপটে সরকারের নীতি সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তুলার মূল্যের প্রেক্ষিতে বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক খাতে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কিত এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ)।

এ সময় বিসিএ সভাপতি মুহাম্মদ  আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৈরি পোশাক খাতে শীর্ষ  সংগঠন বিজিএমইএ সহ-সভাপতি  মো. শহীদ উল্লাহ  আজীম, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটি এমএ  সহ-সভাপতি মোঃ ফজলুল হক, টেরিটোরিয়াল এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ আইয়ুব বলেন,  গত কয়েক মাস ধরে বিশ্ব বাজারে তুলার দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারের প্রাইস ইনডেক্স অনুসারে এই দর গত এক দশকে সর্বোচ্চ। এই প্রেক্ষাপটে তুলার মূল্য নির্ধারণ উৎপাদন প্রাপ্যতা এবং সাপ্লাই চেইন কি হতে পারে এ তথ্য জানাতে ৫ সংগঠন মিলে এ উদ্যোগ।

বিসিএ সভাপতি আরো বলেন,  এই অবস্থা থেকে উত্তরণে এই মুহুর্তে সরকারের নীতিসহায়তা ছাড়া  কোনো বিকল্প নেই। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে তুলা উৎপাদনকারী দেশ ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা,দক্ষিণ আফ্রিকা এসব দেশে সরকারি পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে  তুলা উৎপাদনকারী দেশ থেকে আমদানির পরিকল্পনা নেওয়া যেতে পারে।

এ বিষয়ে টেরি টাওয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, সংকটকালীন সময়ে সরকার শিল্পকে সুরক্ষা দিয়ে সুতার উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করা যেতে পারে। এতে করে স্থানীয় বাজারে সুতার দাম সহনয়ি পর্যায়ে থাকবে। একই সঙ্গে দেশের সুতা নির্ভর শিল্প সুরক্ষা পাবে।

সানবিডি/এনজে