করোনার টিকা উৎপাদন করতে চুক্তি করলো এএফসি এগ্রো
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-২৬ ০৭:৪৪:৫০
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে চায়। কোম্পানিটি এই টিকা বাণিজ্যিকভাবে উৎপাদন ও সরবরাহও করবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানকে সাথে রাখতে চায়। প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে কাজ করবে এএফসি এগ্রো। বর্তমানে কোম্পানিটি করোনা সনাক্ত করার কিট উৎপাদন করছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ রিসার্চ ল্যাবরেটরিটির সঙ্গে বাংলাদেশের এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, মার্কিন যুক্তরাষ্ট্রের জেএনডি বায়োটেক এবং ইমাজেন্ট বায়োটেকের সঙ্গে জৈবপ্রযুক্তি গবেষণা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বায়োটেক কোম্পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরীর গবেষণা এবং এএফসি এগ্রো বায়োটেক বাণিজ্যিকভাবে উৎপাদন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যাক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহম্মেদ এবং এএফসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম সাইফুর রহমানের উপস্থিতিতে সই করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সরোয়ার হোসেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মালেক ও চিফ সায়েন্টিস্ট ড. মো. লতিফুল বারী, মার্কিন যুক্তরাষ্ট্রের জেএনডি বায়োটেক কোম্পানির ড. মিল্লাত খান ও সেলিম জোয়ার্দার এবং EMERGENT বায়োটেক কোম্পানির ড. মো. নাসির উদ্দিন আহম্মদ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর