ভারতের সাথে ভালো সম্পর্ক দেখতে চায় পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১০-২৬ ১১:৫৭:০১
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর দ্য ডন ও হিন্দুস্তান টাইমসের।
একদিন আগে তার দেশ বিশ্বকাপ মঞ্চে ১০ উইকেটে হারিয়েছে ভারতকে। উচ্ছ্বাসের সেই আবহেই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার ইচ্ছা পূরণ করলেন।
প্রধানমন্ত্রী ইমরান খান জানালেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা একান্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে।
পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক আরও বলেন, আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো।
প্রতিবেশী ভারতের সঙ্গেও সেই সম্পর্ক উন্নত করা প্রয়োজন। তবে রোববার পাকিস্তান যেভাবে টি-২০ বিশ্বকাপে হারিয়ে দিয়েছে ভারতকে, পারস্পরিক আলোচনার জন্য এটি মোটেও ভালো সময় নয়।
সানবিডি/ এন/আই