কর্ণফুলী কো-অপারেটিভের এমডিসহ গ্রেপ্তার ১০

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২৬ ১৬:৩৭:১২


প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেয়ার ‍অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তথ্য প্রকাশের কথা রয়েছে।

এর আগে মিরপুর-১১ নম্বরে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কার্যালয় ঘেরাও করে গত ২২ অক্টোবর বিক্ষোভ দেখিয়েছিলেন শতাধিক গ্রাহক। তাদের অভিযোগ ছিল, পাঁচ বছর ধরে টাকা জমা দেয়ার পর মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের টাকা ফেরত না দিয়ে হয়রানি করা হচ্ছে ওই সমিতির কর্মকর্তারা। গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে থানায় একাধিক জিডিও হয়েছে।

সানবিডি/এনজে