মেয়র আতিকুলের পদে থাকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২৬ ২০:৩২:৩৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়র পদে থাকা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন মেয়র পদে থাকতে না পারেন সে আবেদনও জানানো হয়।
আজ মঙ্গলবার রাজধানীর অধিবাসী মোহম্মদ আবদুর রহিম শেখের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।রিট আবেদনের বিষয়ে রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
সানবিডি/এনজে