সিনোফার্মের ২ লাখ ডোজ টিকা পৌঁছেছে ঢাকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৬ ১৮:২০:৪৮
মহামারি করোনার সংক্রমণ রোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে চায়না রেড ক্রসের উপহার দেওয়া সিনোফার্মের ২ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান । তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টা ১০মিনিটে চীনের সিনোফার্মের ২ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
এর আগে সোমবার রাতে রেড ক্রিসেন্ট জানিয়েছিল, চায়না রেড ক্রস থেকে উপহার পাওয়া ২ লাখ ডোজ টিকা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।
সানবিডি/এনজে