বিএসইসির বিভাগীয় প্রধানদের সঙ্গে এপিআই স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৬ ১৮:২৭:৩৩
পুঁজিবাজারের সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও সব বিভাগীয় প্রধানরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিআই) সাক্ষর করেছেন।
সোমবার (২৫ অক্টোবর) সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ২০২১-২২ অর্থ বছরের জন্য এ এপিআই সাক্ষর করা হয়েছে।
তথ্য মতে, পুঁজিবাজারের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সুনির্দিষ্ট ভূমিকা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যসম্পাদন করাই এ চুক্তির মূল লক্ষ্য। এ চুক্তি সইয়ের মাধ্যমে কমিশনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মমচারীরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে শেয়ারবাজারের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হলেন।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ শেয়ারবাজার। এ বাজার দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখা সম্ভব। এ জন্য কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে।
এএ