নতুন ইউনিট চালু করলো শেফার্ড: আয় বাড়বে ১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-২৭ ০৭:২১:৪০


পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিট ফেব্রিক্স ইউনিটের নতুন লাইনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন নিট ফেব্রিক্স ইউনিট চালু করেছে। নতুন ইউনিটে যন্ত্রপাতি স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদন করেছে কোম্পানিটি। পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ করেছে। ফলে ২৬ অক্টোবর থেকে বাণিজ্যিক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ইউনিটের মাধ্যমে কোম্পানিটির আয়ে বড় ধরণের পরিবর্তন আসবে।

কোম্পানি সূত্র মতে, বর্তমানে বাজারে নিট ফেব্রিক্সের অনেক চাহিদা রয়েছে। নতুন বাজার ধরার জন্য ১১ লাখ ৪১ হাজার ৯৩১ মার্কিন ডলার ব্যয় নিট ফেব্রিক্স ইউনিটে যন্ত্রপাতি স্থাপন করে কোম্পানিটি। নতুন উৎপাদন লাইনের মাধ্যমে কোম্পানির রাজস্ব বাড়বে ১২০ কোটি টাকা। ফলে কর পরিশোধের পর কোম্পানির মুনাফা বাড়বে ১০ কোটি টাকা।

ব্যবসা সম্প্রসারণের জন্য ২০১৭ সালে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। উত্তোলিত টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করে কোম্পানিটি।

ডিএসই সূত্র মতে, বর্তমানে কোম্পানির অনুমোধিত মূলধন ১৯০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ১৫০ কোটি টাকা। উদ্যোক্তা পরিচালকদের কাছে বর্তমানে ৫১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। বাকী শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী ১৮ দশিমক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৬ দশিমক ৪২ শতাংশ শেয়ার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর