ভোমরায় ৩ মাসে ২৪১ কোটি টাকার চাল আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৪:০১:৪৮


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তিন মাসে ৬৯ হাজার ৫৪৬ টন চাল আমদানি হয়েছে। আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এসব চাল আমদানি করা হয়। আমদানীকৃত চালের মূল্য ২৪১ কোটি ৮ লাখ টাকা। আমদানি থেকে সরকারের আয় এসেছে ৪১ কোটি টাকা। ৩০ অক্টোবর পর্যন্ত চাল আমদানির অনুমতি আছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।

এ বিষয়ে বন্দরের তথ্য বলছে, মোট আমদানীকৃত চালের মধ্যে আগস্টে ৪ হাজার ৫০ টন, সেপ্টেম্বরে ৪৩ হাজার ৮৯০ ও ২৫ অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৬০৬ টন আমদানি করা হয়।

ভোমরা বন্দরের সবচেয়ে বড় চাল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী দীপঙ্কর কুমার ঘোষ জানান, তার প্রতিষ্ঠান প্রতিদিন ১৩০-১৪০ ট্রাক চাল আমদানি করে। এসব চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ৩০ অক্টোবর পর্যন্ত চাল আমদানি করার অনুমতি আছে। ৩০ অক্টোবরের পর আর ভোমরা বন্দর দিয়ে চাল আমদানি করা যাবে না। এর আগে গত অর্থবছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমতি ছিল।

সানবিডি/এনজে