মন্দার মুখে ভারতের রাবার উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৪:২২:৩৬


ভারি বৃষ্টিপাতের কারণে মন্দার মুখে পড়তে যাচ্ছে ভারতের প্রাকৃতিক রাবার উৎপাদন।অক্টোবর ও নভেম্বরে উৎপাদন তীব্রভাবে কমতে পারে। শিল্প খাতসংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমস।

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদন হয়। কিন্তু অতিবৃষ্টির কারণে বাধার মুখে পড়েছেন এ প্রদেশের উৎপাদকরা। এটি দেশের মোট উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ রাবার ব্যবহারকারী । উৎপাদনে নিম্নমুখিতা আগামী মাসগুলোয় দেশটিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে রাবার আমদানি বাড়াতে বাধ্য করছে। বিষয়টি বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির উদ্বেগ তীব্র করছে।

ইন্ডিয়ান রাবার ডিলারস ফেডারেশনের প্রেসিডেন্ট জর্জ ভ্যালি বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে গত মাস থেকেই রাবার ট্যাপিং কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আশঙ্কা করছি, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমে যেতে পারে।

অ্যাসোসিয়েশন অব ন্যাচারাল রাবার প্রডিউসিং কান্ট্রিজের (এএনআরপিসি) প্রাক্কলন অনুযায়ী, সেপ্টেম্বরে ভারত ৬৭ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন করে। জর্জ ভ্যালি বলেন, নভেম্বরেও উৎপাদন নিম্নমুখী থাকবে। তবে ডিসেম্বর থেকে আবারো গতি ফিরতে পারে। আবহাওয়া বিভাগ বলছে, চলতি মাসে কেরালায় স্বাভাবিকের তুলনায় ১১৭ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

সানবিডি/এনজে