ইরাকে আইএসের হামলায় ১১ জনের প্রাণহানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৪:৩০:২৯
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে এক নারীসহ ১১ জনকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হত্যা করেছে।
মঙ্গলবারের ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের
এ বিষয়ে এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিরস্ত্র বেসামরিকদের’ ওপর হামলাটি চালানো হয়েছে। হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে এসেছিল, হামলায় তারা আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছে।
হামলার পর থেকে গ্রামটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
সানবিডি/এনজে