ইইউ বাজারে রফতানি পণ্যের ‍নায্যমূল্য নিশ্চিতের আহবান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৬:৪৬:০১


বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়ন।ওই বাজারে পণ্যের নায্যমূল্য পাওয়ার বিষয়ে আহবান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইইউ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক উইগ্যান্ড গুনারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।

এই বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সুরক্ষিত ও পরিবেশবান্ধব কারখানায় বিনিয়োগ করছে বাংলাদেশ। এই কারণে ওই বাজারে নায্যমূল্য নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ইউরোপে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সবচেয়ে বড় উপকারভোগী বাংলাদেশ। এজন্য বাংলাদেশের প্রশংসা করেছে ইইউ। এ প্রেক্ষাপটে শ্রমখাতের জন্য বাংলাদেশে যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে সেটাকে স্বাগত জানানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছে ইইউ।

সানবিডি/এনজে