আগামী বছর ৪টি মেগা প্রকল্প উপহার দেয়া হবে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৭ ১৮:০৮:০৬


আগামী বছল জাতিকে ৪টি মেগা প্রকল্প উপহার দেয়া হবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এগুলো হচ্ছে- পদ্মাসেতু, মেট্রোরেল, এম আর টি বা ম্যাস র‍্যাপিড ট্রানজিট এবং এক্সপ্রেসওয়ে।

আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে মহামারি করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ প্রমুখ।

সানবিডি/এনজে