পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ শাহজিবাজার পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৮ ০৭:৫২:৩১
পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। এই লভ্যাংশ কোম্পানিটির বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৪ টাকা ৩৮ পয়সা।
লভ্যাংশের ইতিহাস:
ডিএসই সূত্র মতে, ২০১৪ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি ভালো লভ্যাংশ দিয়েছে আসছে। তবে এবার পেছনের সকল ইতিহাস ভেঙ্গে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ২০২০ সালে কোম্পানিটি ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৯ সালে কোম্পানিটি ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ,২০১৮ সালে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৭ সালে কোম্পানিটি ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৬ সালে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৫ সালে কোম্পানিটি ২৮ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০১৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পনিটি।
বর্তমানে কোম্পানিটির অনুমোধিত মূলধন ৫০০ কোটি আর পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৫ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৬০ দশমিক ২৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের কাছে আছে। ১৬ দশমিক ৮১ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২২ দশমিক ৯০ শতাংশ শেয়ার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর