শেষ কার্যদিবসেও সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৮ ১৫:৩১:২৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।  তবে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট  কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩ টির, দর কমেছে ১৩১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

ডিএসইতে এক হাজার ৭২৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২৬ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭০.৮৫ পয়েন্টে। সিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দর বেড়েছে, কমেছে ৮২টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস