ভারতীয় ঋণের ৪৩টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৯ ১২:৩২:৪৯
ভারত ২০১০ সাল থেকে চারটি ঋণচুক্তির মাধ্যমে বাংলাদেশকে ৭৮৬ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরমধ্যে গত ১১ বছরে বিতরণ করা হয়েছে প্রায় ৮৬ কোটি ডলার। এ প্রেক্ষাপটে ঋণচুক্তির ব্যবহারের হার অদূর ভবিষ্যতে ‘উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য’ ঋণচুক্তি পর্যালোচনা বৈঠক করেছেন দুই দেশের কর্মকর্তারা। বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সাথে বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান প্রক্রিয়া চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭-২৮ অক্টোবর ঢাকায় ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীধরন মধুসূদন দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন।
ঋণচুক্তির অধীনে বাস্তবায়নের জন্য গৃহীত ৪৩টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়নে জড়িত সমস্ত পদক্ষেপের জন্য বিস্তারিত সময়সীমা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ৮৬ কোটি ডলারের প্রথম ঋণচুক্তির অধীনে, ১৫টি প্রকল্পের মধ্যে ১২টি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তিনটি প্রকল্প বাস্তবায়নাধীন। ২০০ কোটি ডলারের দ্বিতীয় ঋণচুক্তির অধীনে, দুইটি প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ৪৫০ কোটি ডলারের তৃতীয় ঋণচুক্তির অধীনে, একটি প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে পৌঁছেছে এবং অন্য প্রকল্পগুলি ডিপিপি চূড়ান্তকরণ এবং টেন্ডারিংয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
এএ