সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১১:৪৪:৩৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৮ লাখ ৩১ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৮৩৯ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফের ১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩০ কোটি ৮৯ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মায় ৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ১৫৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬০ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৩২৯ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৯০ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৮৮ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২৮৩ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৫১ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকার, ফরচুন সুজের ২৪১ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার , জেনেক্স ইনফোসিসের ২২২ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৭২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ১৫১ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস