চ্যাম্পিয়নদের হারাল পিএসজি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১২:২৮:৫৪
রেফারির শেষ বাঁশিতে বর্তমান চ্যাম্পিয়নদের সাথে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি ।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের আধঘণ্টা পার হলে পিএসজির জালে বল জড়িয়ে দেন লিলের তারকা জোনাথন ডেভিড।
বুরাক ইলমাজের এসিস্টে দুর্দান্ত প্লেসমেন্টে গোল পান তিনি। ওই ১ গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
কিন্তু গোল হজমের পর পিএসজি শিবিরে দুঃসংবাদ আসে। মাংশপেশীতে টান লাগে মেসির। যে কারণে মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠেই নামাননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।
মেসিকে ছাড়া মাঠে নেমে অবশ্য হাল ছাড়েনি প্যারিসিয়ানরা। শেষ ৩০ মিনিট একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে তোলে অতিথি দলের রক্ষণভাগ। ফলটাও পায় হাতেনাতে।
৭৪ মিনিটে ডি বক্সের বাঁ প্রান্ত থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত এক চিপে উড়ন্ত শটে লিলের জালে পাঠান পিএসজির ডিফেন্ডার ও অধিনায়ক মার্কুইনহোস।
দল ফেরে সমতায়। এবার এগিয়ে যাওয়ার পালা। সে শুভক্ষণ আসে নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে।
৮৮ মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের লিলের জালে বল জড়িয়ে দেন ডি মারিয়া।
রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
সানবিডি/ এন/আই