অব্যাহত কমতির দিকে মালয়েশিয়ান পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১৪:১২:০৪
টানা দ্বিতীয় দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ বাজার মূল্য। প্রতিদ্বন্দ্বী উদ্ভিজ্জ তেল ও বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় পাম অয়েলের মূল্যে এ ধস নামে। পাম অয়েলের বাজার আদর্শ এফসিপিওসি৩ অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে বিক্রয়ের জন্য উদ্ভিজ্জ তেলটির দাম দশমিক ৭৯ শতাংশ কমে আসে। বুসরা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ অনুসারে বৃহস্পতিবার প্রতি টন মালয় পাম অয়েলের দাম দাঁড়ায় ৪ হাজার ৯২৭ রিঙ্গিত (১ হাজার ১৮৭ ডলার ৮০ সেন্ট)। খবর বিজনেস রেকর্ডার।
বুধবার পাম অয়েলের ভবিষ্যৎ বাজারমূ্ল্য আগের তুলনায় ১ শতাংশ হ্রাস পায়। বৃহস্পতিবার তা আরো দশমিক ৭৯ শতাংশ কমে আসে। বৃহস্পতিবার সেশনের শুরুতে পণ্যটির ভবিষ্যৎ চুক্তি মূল্য ২ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছিল। যদিও পরবর্তী সময়ে তা পুনরুদ্ধার হয়। এর আগে সেপ্টেম্বরে ৮ শতাংশ বৃদ্ধির পর গত সপ্তাহে উদ্ভিজ্জ তেলটির দাম রেকর্ড ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, অপরিশোধিত পাম অয়েলের ভবিষ্যৎ বাজারমূল্য আন্তর্জাতিক বাজার অনুসরণে প্রফিট টেকিংয়ের মধ্যে অবস্থান করছে। তিনি জানান, পাম অয়েলের ভবিষ্যৎ মূল্য মূলত ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে ওঠানামা করে। ফলে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে পাম অয়েলের দামও কমতে শুরু করে।
সানবিডি/এনজে