জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-৩০ ১৯:২২:৪৫


জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা এবং প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানা গেছে। বর্তমানে তিনি কারও ডাকে সাড়া দিচ্ছেন না। আজ শনিবার (৩০ অক্টোবর) জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রওশন এরশাদকে দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি রওশন এরশাদকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। এদিকে জিএম কাদের দলের একাধিক প্রেসিডিয়াম সদস্যকে জানিয়েছেন, বেগম রওশন এরশাদ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

সানবিডি/এনজে