স্বর্ণের বৈশ্বিক চাহিদা কমেছে ৭ শতাংশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩১ ১৪:০৯:৫৫
মহামারি করোনার সংকট কাটিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্বর্ণের বৈশ্বিক চাহিদায় ঊর্ধ্বমুখী চাহিদা দেখা দেয়। কিন্তু তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আবারো চাহিদায় ভাটা পড়েছে। মূল্যবান ধাতুটির চাহিদা ৭ শতাংশ কমেছে। গত বছরের শেষ প্রান্তিকের পর এটিই সর্বনিম্ন চাহিদা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ প্রান্তিকভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্বর্ণ বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। এ খাত থেকে বিনিয়োগকারীরা সরাসরি মুনাফা পান না। চলতি বছর মুনাফার হার বাড়তে থাকায় এ খাতে আগ্রহ হারাচ্ছেন অর্থনৈতিক বিনিয়োগকারীরা। তারা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। চাহিদা কমে যাওয়ার পেছনে এ বিষয়কেই প্রধান কারণ হিসেবে দায়ী করছে ডব্লিউজিসি।
তবে সংস্থাটি বলছে, অর্থনৈতিক বিনিয়োগকারীদের মাঝে স্বর্ণ ক্রয়ের প্রবণতা কমলেও ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বশেষ প্রান্তিকে বেশ ভালো পরিমাণ স্বর্ণের বার ও কয়েন ক্রয় করেছেন। অলংকার খাত এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোতে মূল্যবান ধাতুটির চাহিদা ছিল শক্তিশালী।
এই প্রতিবেদনের দেয়া তথ্যানুযায়ী, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে স্বর্ণের মোট চাহিদা দাঁড়িয়েছে ৮৩১ টনে। গত বছরের একই সময় চাহিদার পরিমাণ ছিল ৮৯৪ দশমিক ৩ টন। ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে ১ হাজার ৮৪ দশমিক ৯ টন স্বর্ণের চাহিদা ছিল। অর্থাৎ বর্তমান চাহিদা গত দুই বছরের নিচে অবস্থান করছে। চাহিদায় ধারাবাহিক নিম্নমুখিতা কভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাবের প্রতিফলনও বটে।
সানবিডি/এনজে