রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী লালন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-৩১ ১৫:৪২:০৫


রাজধানীর বকশীবাজার আহমদিয়া মাদরাসার সামনে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন লালন (৪০) নামের এক ব্যবসায়ী।

রোববার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টায় তাকে অচেতন অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্ধী এনামুল হক জানান, আমি বাসা থেকে বের হয়ে দেখি একজন রাস্তার উপর পড়ে আছে। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, তার মিরপুরের কচুক্ষেত এলাকায় ব্যাগের দোকান আছে। ব্যাগ কেনার জন্যই তিনি এখানে এসেছিলেন। তার মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার বাড়ি চাঁদপুর জেলায়। তার কাছে কত টাকা ছিল সে বিষয়ে কিছু জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যবসায়ীকে পথচারী উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। পরে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মিডফোর্ড হাসপাতালে পাঠায় চিকিৎসক।

সানবিডি/ এন/ আই