পুলিশের কাছে ২-০ গোলে হারলো মিশার দল
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১১-০১ ০৯:৫৫:২১
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তারকারা নামলেন ফুটবল মাঠে। তাদের প্রতিপক্ষ তেজগাঁও থানা পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বিজি প্রেস মাঠে তারা একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এতে ২-০ গোলে পরাজিত হন তারকারা।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সম্প্রীতি ও সৌহার্দ্যের এই ফুটবল ম্যাচের সময় ছিল ৪০ মিনিটের। খেলা শেষে দুটি পক্ষই বলেছেন, জয়-পরাজয় নয়, খেলাটাই আসল।
সিনেমার তারকা হিসেবে এই খেলায় ছিলেন ওমর সানী, মিশা সওদাগর, ডিপজল, রুবেল, জায়েদ খান, সিমলা, শিলা, জয় চৌধুরী, আলেকজান্ডার বোসহ অনেকে। এর মধ্যে মিশা সওদাগর ছিলেন তারকাদের অধিনায়ক ও গোলরক্ষক। দুই গোল হজম করলেও তিনি ভালো খেলেছিলেন। সেজন্য খেলা শেষে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।
এই খেলা প্রসঙ্গে মিশা সওদাগর বলেছেন, ‘কে হারলো কে জিতলো, এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা চেয়েছি, একটা বার্তা দিতে। চেয়েছি- খেলা বা বিনোদনের মাধ্যমে যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে।’
এদিকে রোববার (৩১ অক্টোবর) সিনেমার শিল্পীরা এফডিসির সামনে মানববন্ধন করেছেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। সিনেমার গণ্ডি ছাড়িয়ে তাদের এই কর্মকাণ্ডগুলো দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সানবিডি/ এন/ আই