আফগান সরকারের অধিনে চীনে পণ্য রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১১-০১ ১১:১৭:১৩


সাবেক সরকারের পতনের পর থেকে এই প্রথমবারের মতো চীনে পণ্য রপ্তানি শুরু করেছে আফগানিস্তান। উড়োজাহাজে করে আফগানিস্তান থেকে চীনে পাঠানো হয়েছে পাইন বাদাম। প্রথম চালানে বাদাম পাঠানো হয়েছে ৪৫ মেট্রিক টন।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির সঙ্গে বিভিন্ন দেশ স্থলসীমান্ত ও আকাশপথ বন্ধ করে দেয়। এতে আমদানি-রপ্তানি উভয়ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে চীনে পাইন বাদাম রপ্তানি শুরু তালেবান সরকারের জন্য সুখবর বটে।

রোববার কাবুলে ইসলামিক আমিরাতের কর্মকর্তা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সদস্য এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে এয়ার করিডোর পুনরায় চালু করা হয়।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান ইউনুস মুমান্দ বলেন, আমরা ৪৫ টন পাইন বাদাম রপ্তানি করতে যাচ্ছি। প্রতিদিন এভাবে রপ্তানি করা হবে। এ প্রক্রিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ কমিশন দেখভাল করবে।

আফগানিস্তানের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, চোরাই পথে পাইন বাদাম পাচার রোধে কাজ করবে ইসলামিক আমিরাত।

তিনি বলেন, পাইন বাদাম পাচার রোধ এবং পাকতিয়া ও অন্যান্য প্রদেশে পাইন বাদাম প্রক্রিয়াজাত কারখানাকে সুযোগ-সুবিধা দেওয়া ইসলামিক আমিরাতের দায়িত্ব।

এদিকে উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি বলেন, আমরা তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমরা টিএপিআই এবং টিএপি প্রজেক্ট নিয়ে একটি সমাধানে পৌঁছেছি।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আফগানিস্তান থেকে চীনে পাইন বাদাম রপ্তানি পাঁচ মাসের মতো বন্ধ ছিল। এয়ার করিডোর বন্ধ থাকায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিলেন ব্যবসায়ীরা।

সানবিডি/ এন/আই