সহপাঠী হত্যার বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-০১ ১৩:৩৪:১৬


রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। সোমবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাধনা চাকমা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিধি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ চাকমা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কলেজ শিক্ষার্থী পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু হয়। কিন্তু বাড়ির মালিকসহ একটি চক্র এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা।

উল্লেখ্য, রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা (১৯)। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। পড়াশোনার জন্য শহরের রাজবাড়ী এলাকার একটি বাসায় থাকতেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তার ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনা ঘটে।

সানবিডি/ এন/ আই