১৭৬ কোটি টাকা আত্নসাৎকারী আবদুর সাত্তারকে আত্নসমর্পনের নির্দেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০১ ১৭:১২:২৭


পদ্মা সেতুর নাম করে ১৭৬ কোটি টাকা জালিয়াতি ও আত্নসাতের মামলায় এবি ব্যাংকের সাবেক ইপিভি ও ম্যানেজার এবিএম আবদুর সাত্তারের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী আট সপ্তাহের মধ্যে তাকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে এবি ব্যাংকের সাবেক এ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ছাড়াও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো আসিফ হাসান।

সানবিডি/এনজে