ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ২১৮

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০১ ২১:২৬:৫২


সৌদি ‍আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধ নিহত হয়েছেন।

রোববার সৌদি জোট এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

এ বিষয়ে জোটের পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ২৪টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় দুই জেলায় ২১৮ জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

সম্প্রতি ইয়েমেনের মারিব প্রদেশের রাজধানী মারিব শহরে সংঘাত বেড়ে গেছে।

সৌদি জোটের দেওয়া তথ্যানুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে নিহত হয়েছেন দুই হাজারের বেশি হুতি যোদ্ধা।

সর্বশেষ হামলা চালানো হয়েছে আল-জাওবা ও আল-কাসসারে।

সানবিডি/এনজে