কাবুলে সামরিক হাসপাতালের সামনে ভয়াবহ বিস্ফোরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ১৫:৫১:২৯


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালের সামনে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ঘটেছে গুলিবিনিময়ের ঘটনাও।

এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

এদিকে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানায়, কাবুল শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, প্রথম বিস্ফোরণটি ঘটে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও হাসপাতালের কাছাকাছি এলাকায় হয়েছে। সেখান থেকে গুলির শব্দও শোনা গেছে।

সানবিডি/এনজে