টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-১১-০২ ১৫:৫২:১০
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় তারা। এমন লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি টাইগাররা। এতে টস হেরে আগে ব্যাটিং পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কোনো সাফল্য নেই বাংলাদেশের। ৬ টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে টাইগাররা। এবার জয়ের খরা কাটাতে টেম্বা বাভুমার দলের বিপক্ষে লড়ছে তারা।
এ অবস্থায় বাংলাদেশের ওপর বড় ধাক্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবু সতীর্থদের জ্বলে ওঠার আহ্বান অধিনায়ক মাহমুদইল্লাহর। সেকেন্ড ফাইনালে যাওয়ার সামান্য সুযোগও কাজে লাগাতে চান তিনি।
অন্যদিকে, এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জিততে চায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান তারা।
এএ