শাবিপ্রবি’র গবেষণা খাতে পূবালী ব্যাংকের ১৫ লাখ টাকা অনুদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ১৮:৩৯:২২


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর গবেষণা খাতের উন্নয়নের জন্য পূবালী ব্যাংক লিমিটেড পনের লাখ টাকার অনুদান দিয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড এই অনুদান প্রদান করেছে। পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের নিকট অনুদানের এ চেক হস্তান্তর করেন।

মঙ্গলবার (২ নভেম্বর) পূবালী ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পূবালী ব্যাংক লিমিটেড প্রতিবছর এই অনুদান প্রদান করে আসছে।

এএ