নুরসহ ৫ জনকে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৩ ১৫:৩৬:৪২


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)‍ শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে  সহযোগিতার অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার (৩ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

আজ আদালত মামলাটির আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। একইসঙ্গে ভিপি নুরসহ পাঁচ জনকে অব্যাহতির আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর চার্জ শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

এই মামলায় অব্যাহতি পাওয়া অপর চার আসামি হলেন—বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

সানবিডি/এনজে