সৈয়দপুরে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে তিন শ্রমিক নিহত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১১-০৩ ২০:০২:১৭
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় পথচারী তিন পরিবহন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বুধবার বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলা শহরের উপকণ্ঠে ঘটনাটি ঘটে।
এই দূর্ঘটনায় নিহতরা হলেন – রবিউল, আলম ও জাহাঙ্গীর। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিন জনই সৈয়দপুর পরিবহন ইউনিয়নের সদস্য। তারা শহরে ব্যক্তিগত কাজ সেরে টার্মিনালে অবস্থিত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসার সময় একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
ওসি আবুল হাসনাত খান জানান, নিহতদের পারিবারিকভাবে এখনও পরিচয় মেলেনি।
সানবিডি/এনজে