কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ১৭:২৬:৪০
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৫তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ এবং কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোসাঃ রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া শাখা প্রধান।
এএ