ঋণখেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ১৯:০৬:৩০


ঋণখেলাপিদের কোন ধরনের আইনি অধিকার থাকতে পারে ‍না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার ঋণখেলাপি এক ব্যক্তির আবেদনের শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এমন মন্তব্য করেন।

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউপি সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর মনোনয়পত্র বাতিল হয়। মনোনয়নপত্রের বৈধতা পেতে তিনি হাইকোর্টে আবেদনটি করেন।

এই শুনানিতে মহিউদ্দিনের আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ বলেন, ‘মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।’

এসময় আদালত বলেন, ‘ঋণখেলাপির কোনো আইনি অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের এতই যখন ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আইনে ঋণ পরিশোধ করা উচিত ছিল।’

শুনানি শেষে রিট আবেদনটি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন আদালত। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সানবিডি/এনজে