জাবি সাংবাদিক সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু
আপডেট: ২০১৬-০২-০১ ২০:৩৪:২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিন ব্যাপী ‘অন্ত-সাংবাদিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৬’ শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় সপ্তম ছায়া মঞ্চে এ খেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাংবাদিকদের এ উদ্যোগের প্রশংসা করেন বলেন, পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলাতেও পিছিয়ে নেই সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনে তাদের এমন পদচারণা নতুন শিক্ষার্থীদের সাংবাদিকতায় পেশায় আরো উদ্বুদ্ধ করবে।
সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, মোছাদ্দেক আলী, ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি তন্ময় ধর, সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু, সাধারণ সম্পাদক শেখ রাহাত প্রমুখ।
এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১২টি টিম অংশগ্রহণ করেছে। আগামী বুধবার খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন উপাচার্য ও জাবি সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সানবিডি/ঢাকা/রাআ