ফাইজারের তৈরি ট্যাবলেট মৃত্যু ঝুঁকি কমায় ৮৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৫ ২১:১৮:৫৮


মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি করোনা চিকিত্সার একটি পরীক্ষামূলক ট্যাবলেট দুর্বল প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমিয়ে দেয়।

ট্যাবলেটটির ক্লিনিকাল ট্রায়ালে এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে ফাইজার।

শুক্রবার (৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফাইজারের তৈরি ‘প্যাক্সলোভিড’ ট্যাবলেট গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে লক্ষণ দেখা দিলেই গ্রহণ করতে হবে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক মার্ক শার্প ও ডোহমে (এমএসডি) থেকে অনুরূপ চিকিত্সা পদ্ধতি অনুমোদন দেওয়ার একদিন পরে ফাইজারের ট্যাবলেটের এই ফলাফল পাওয়া গেলো।

ফাইজার বলেছে যে, প্রাথমিক ফলাফল অনেক ইতিবাচক থাকায় এটি প্রাথমিকভাবে ট্রায়াল বন্ধ করে দিয়েছে।

যুক্তরাজ্য ইতোমধ্যেই আড়াই লাখ ফাইজারের ট্যাবলেট এবং মলনুপিরাভির পিলের আরও ৪ লাখ ৮০ হাজার ডোজের অর্ডার দিয়েছে।

এএ