বাসের সিটকে কেন্দ্র করে ইবিতে দলীয় কর্মীকে ছাত্রলীগের মারধর
প্রকাশ: ২০১৬-০২-০১ ২১:৩৯:৫৩
ইসলামী বিশ্ববিদ্যলয়ে শিক্ষার্থী বহনকারী বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক কর্মীকে মারধর করেছে ছাত্রলীগ। আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যলয়গামী ২য় শিফটের শিক্ষার্থী বহনকারী বাসে বিশ্ববিদ্যলয়ের বায়োটেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রবিউল ইমলাম রবি এবং আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন ক্যম্পাসে আসার জন্য বাসে উঠে।
এ সময় মামুন বাসের সিটে বসলে রবিউল ইসলাম রবি তাকে অন্য সিটে বসতে বলে। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় । পরে কথাকাটাকাটির জের ধরে মামুন ও তার সহোযোগীরা বিশ্ববিদ্যলয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে বয়োটেকনোলজি বিভাগের ক্লাস রুমে ঢুকে আবদুল্লাহ আল মামুনকে মারধর করে ।পরবর্তীতে ছাত্রলীগ নেতাদের মধ্যস্থতায় উভয়ের মাঝে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়।
এ বিষয়ে রবিউল ইসলাম রবি বলেন , বিশ্ববিদ্যলয়ে বাসে করে ক্যম্পাসে আসার সময় তাকে আমি অন্য সিটে বসতে বসতে বলি । এ সময় তার সাথে আমার কথা কাটাকাটি হয় । এর জের ধরে মামুন ও তার সহোযোগীরা ক্লাস রুমে ঢুকে আমাকে মারধর করে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যলয়ের বাসে করে ক্যম্পাসে আসার সময় সে আমাকে অন্য সিটে বসতে বলে । এ নিয়ে সে আমার সাথে খারাপ আচরণ করে। পরবর্তীতে নেতাদের কাছে বিষয়টি জানালে তারা আমাদের মাঝে বিষয়টি মীমাংসা করে দেয় । তবে ক্লাসে ঢুকে মারধরের ঘটনা সত্যি নয়।
বিশ্ববিদ্যলয়ের প্রক্টর প্রফেসর ড: মাহবুবুর রহমান বলেন, বিষয়টির ব্যপারে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
সানবিডি/ঢাকা/রাআ